সেবা ডেস্ক: নয়াদিল্লি, ১১ এপ্রিল ২০১৬ (বাসস): অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক স্টিভেন স্মিথ। ইতোমধ্যেই নিজের অধিনায়কত্বের ঝলক দেখিয়েছেন তিনি। শুধুমাত্র অধিনায়কত্বের ঝলকই নয়, ব্যাটসম্যান হিসেবে দলের সেরা পারফরমার স্মিথ। আর এই অভিজ্ঞতাটা চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভালোভাবে কাজে লাগাতে মরিয়া অসি এই অধিনায়ক। পাশাপাশি আইপিএল থেকে কিছু শিখতেও চান স্মিথ। শেখার মধ্যে তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ‘ধোনির অধিনায়কত্ব’। ভারত অধিনায়ক ধোনির অধিনায়কত্বটা কাছ থেকেই পরখ করতে চান এবং রপ্তও করতে চান ২৬ বছর বয়সী স্মিথ। চলমান আইপিলে ধোনির দল রাইজিং পুণে সুপারজায়ান্টসে আছেন তিনি। আইপিএল, নিজ দল ও অস্ট্রেলিয়ার দল নিয়ে কথা বলেছেন স্মিথ। তা ক্রিকেট পাঠকদের জন্য তুলে ধরা হলো।প্রশ্ন: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক হয়েও আইপিএলে ধোনি, অশ্বিন, পিটারসেন, ডু’প্লে¬সিসদের সঙ্গে একই দলে খেলার অনুভূতি কেমন?
স্মিথ: আমাদের দলে এত অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় দেখে দারুণ লাগছে। অবশ্যই এই দলের অধিনায়ক ধোনি। নিজের মতো করেই সে ক্যাপ্টেন্সিটা করবে। এবার কাছ থেকে ধোনির অধিনায়কত্ব দেখতে চাই। তার অধিনায়কত্ব ভালোভাবে পরখ করতে চাই।
প্রশ্ন: রাজস্থান রয়্যালসে খেলার সময় রাহুল দ্রাবিড়কে দেখার অভিজ্ঞতা আপনার আছে। কোচ হিসেবে দ্রাবিড় কেমন বলে মনে হয়? দ্রাবিড়ের ভারতের কোচ হওয়ার একটা গুঞ্জন চলছে...।
স্মিথ: ভারতের কোচ হিসেবে দ্রাবিড় ভালো কাজ করতে পারবে বলে মনে হয় আমার। খেলোয়াড় থাকার সময় থেকেই দ্রাবিড়কে সবাই খুব সম্মান করতো, এখনও করে। খুব ভদ্র, শান্ত মেজাজের। রয়্যালসেও খুব ভাল কাজ করেছে, আন্তর্জাতিক কোচ হিসেবে দ্রাবিড়ের সাফল্য না পাওয়ার কোনও কারণ দেখি না।
প্রশ্ন: নতুন আইপিএল দলের হয়ে খেলাটা কতটা চ্যালেঞ্জের? বিশেষ করে যখন দেখছেন আর পাঁচটা দল কোর গ্রুপ ধরে রাখার ব্যাপারে অনেকটা এগিয়ে.. ।
স্মিথ: ব্যাপারটা সোজা নয়। অন্য দলে আইপিএলের গোড়া থেকেই কোর গ্রুপ প্রায় একই আছে। তাতে নিজেদের মধ্যে বোঝাপড়া আরও ভাল থাকে। একে অন্যের গেমপ্ল্যান বুঝতে পারে। নতুন টিম হিসেবে আমাদের এমন একটা গেমপ্ল্যান করতে হবে, যেটা খুব তাড়াতাড়ি সফল হয়। আমি নিশ্চিত ধোনির হাতে অনেক লুকোনো তাস আছে।
প্রশ্ন: বলা হয়, মাঠে স্লে¬জিংয়ের মাত্রাটা আইপিএলের জন্য অনেক কমে যায়। কিন্তু ভারত-অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ব্যাপারটা অন্য রকম। অ্যাডিলেডে আপনার আর বিরাটের মধ্যে মাইকের সামনে কী ঘটেছিলে?
স্মিথ: আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম। অনেক সময়ই দু’জন খেলোয়াড় দলের জন্য উত্তপ্ত তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। তবে আমরা জানি, সব কিছুরই একটা সীমা রয়েছে। যদিও আমাদের দু’একজন মাঝে মাঝে সীমাটা ছাড়িয়ে যায়।
প্রশ্ন: অস্ট্রেলীয় দলের সতীর্থ, যারা আইপিএলে আপনার প্রতিপক্ষ তাদের তথ্য টিমে দিয়ে সাহায্য করাটা কতটা উচিত বলে আপনার মনে হয়?
স্মিথ: আমার মনে হয় না, এটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন সবাইকে নিয়েই প্রচুর ফুটেজ পাওয়া যায় ইন্টারনেটে। কয়েকটা কথা টিমের সঙ্গে শেয়ার করলে তেমন ক্ষতি হয় না। তাই আমায় যদি অস্ট্রেলিয়া দলের সতীর্থদের নিয়ে টিমে জিজ্ঞাসা করা হয়, আমি ওদের দুর্বলতা কোথায়, যতটা সম্ভব বলতেই পারি।
প্রশ্ন: অস্ট্রেলিয়া কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারল না?
স্মিথ: বিরাট কোহালি! আমাদের জিততে দিল না কোহলি। তার ইনিংসটাই শেষ করে দিল আমাদের আশা। এছাড়া টুর্নামেন্টের গোড়ার দিকে নিউজিল্যান্ড ম্যাচেও আমরা সুযোগ নষ্ট করেছি।
প্রশ্ন: মাঠে স্টিভ স্মিথ প্রচন্ড ফোকাসড, সাফল্যের জন্য উদগ্রীব। মাঠের বাইরের স্মিথ কি একেবারে অন্য রকম?
স্মিথ: হয়তো তাই। মাঠে নামলে যে দলের জার্সিতেই থাকি না কেন সফল হতেই হবে এই চেষ্টাটা থাকে, তা সে অস্ট্রেলিয়া হোক বা রাইজিং পুণে সুপারজায়ান্টস।
প্রশ্ন: কেন উইলিয়ামসন, জো রুট, বিরাট কোহালি ও আপনি এখন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। আপনারা কি একে অন্যের পারফরম্যান্সের খোঁজ রাখেন? আপনাদের মধ্যে কি কোনও প্রতিযোগিতা হয়?
স্মিথ: সে রকম কিছু না। সবাই সেরা হওয়ার চেষ্টা করে। এখন সোশ্যাল মিডিয়ার এত দাপট, প্রচুর টুইট পাই, কে কেমন খেলছে সেই নিয়ে। অবশ্যই এরা সবাই গত ক’য়েক বছর ধরে দারুণ খেলছে। আমাদের খেলার স্টাইল আলাদা। তবে নিজেদের মধ্যে লড়াই বলে সে রকম কিছু নেই।
প্রশ্ন: ক্রিকেট ছাড়া আর কোন খেলা কি আপনি পছন্দ করেন?
স্মিথ: গলফ, টেনিস, রাগবি ভাল লাগে। আগাস্টা মাস্টার্সও (গলফ) দেখি। আমি সুইংটা করতে পারি কিন্তু নিশানা ঠিক থাকে না। বল যেখানে সেখানে চলে যায়। আর যেটা ভাল লাগে সেটা টেনিস। আমার প্রিয় খেলোয়াড় রজার ফেদেরার, টেনিসের কিংবদন্তি। খুব ভাল মানুষ।
প্রশ্ন: ফেদেরার কি আর গ্র্যান্ড স্ল্যাম জিততে পারবে?
স্মিথ: আমার মনে হয় জিততে পারবে। তার মধ্যে এখনও সেই সামর্থ্য আছে। - সূত্র বাসস

