নাসির নগরে প্রতীক ভোটযুদ্ধে নেমে পড়েছেন প্রার্থীরা

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর উপজেলায় আসছে ইউপি নির্বাচনে উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (এরশাদ) ও স্বতন্ত্রসহ ৫৯ চেয়ারম্যান প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। একই সঙ্গে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা পদে ৭৪১ প্রার্থী  প্রতীক বরাদ্দ পেয়েছেন। এরই মধ্যে তারা মাঠে ভোটযুদ্ধে নেমে পড়েছেন। প্রার্থীরা উঠান বৈঠক, গণসংযোগ, সভা-সমাবেশে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দ পেয়েই ইউনিয়ন পরিষদগুলোতে প্রচার-প্রচারণার মাত্রা এত বেড়ে গেছে যে মনে হচ্ছে কোন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থী ও তার লোকজন ভোটারদের মনোরঞ্জনের চেষ্টা করছেন। প্রতিটি ইউনিয়নের পাড়া-মহল্লা-অলি-গলি ও হাটে-বাজারে পোস্টার সাটানোর হিড়িক পড়ে গেছে। ঝুলিয়ে দেয়া হয়েছে হাজারো পোস্টার। দলীয় প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েই দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করে ঠিক করেছেন প্রচারণার কৌশল। উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৯ জন, সাধারণ সদস্য পদে ৫৩৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি এবং জাপার মনোনীত প্রার্থী ছাড়াও আওয়ামী লীগের একাধিক ও বিএনপির একটিতে বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। উপজেলায় ১২৪টি কেন্দ্রে ও ছয় শ ৩০টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নতুন ভোটার তালিকা অনুযায়ী ১৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা দুই লাখ পাঁচ হাজার সাত শ ৭৭ জন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্চন সমন্বয়কারী চৌধুরী মোয়াজ্জম আহমদ জানান- অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিবার্চন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের  নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেখানে নেয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top