সেবা ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাঁশখালির ঘটনার সাথে স্থানীয় বিএনপি নেতারা জড়িত। এ ঘটনায় তাদের ইন্ধন ছিল। সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি উন্নয়নের মূলনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে। তিনি বলেন, বাঁশখালিতে সাধারণ মানুষকে স্থানীয় বিএনপি নেতারা ভুল বুঝিয়ে প্রশাসনের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়েছে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।