সেবা ডেস্ক: জীবনে যা কিছু অর্জন করেছেন, তার পুরো কৃতিত্বটাই নিজেকে দিতে চান প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের অন্যতম নায়িকা এখন হলিউডেও নজর কাড়ছেন। সেই সঙ্গে বিভিন্ন পুরস্কারও পাচ্ছেন পিগি চপস। সদ্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তিনি।কিন্তু এই সব কিছুই নিজের দক্ষতায় অর্জন করেছেন, এমনটাই মনে করেন তিনি। প্রিয়াঙ্কা বলেন, ‘‘আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। সব ধরনের কাজের জন্যই খুব পরিশ্রম করি। তাই সব ক্রেডিটই আমার পাওনা। কোনও কাজেই মেয়েরা তাঁদের প্রাপ্য সম্মানটা পান না। অন্য কেউ তাঁদের সাফল্যের কৃতিত্বটা নিয়ে নেয়। কিন্তু আমি সেটা মেনে নিতে রাজি নই।’’
সব অর্জনের কৃতিত্বই নিজের
এপ্রিল ১৪, ২০১৬
0

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।