পল্লী বিদ্যুৎ কর্মচারীদের ৫ দফা দাবিতে মানববন্ধন

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  বাংলাদেশ বিদ্যুৎ সমিতিতে চুক্তি ভিত্তিক মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের পুনঃনিয়োগ ও চাকরি স্থায়ীকরণসহ ৫ দফা দাবিতে শনিবার থেকে ৭২ ঘণ্টার কর্ম বিরতি কর্মসূচি পালন শুরু করেছে চুক্তি ভিত্তিক ওই কর্মচারী। 
 
শনিবার সকাল থেকে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চান্দিনা কার্যালয় প্রাঙ্গণে মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার মধ্য দিয়ে কর্মবিরতি কর্মসূচি পালন শুরু করে প্রায় আড়াইশ’ কর্মচারী। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি নুরুল আমিন, সহ-সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রহমত আলী প্রমুখ। 
 
তারা বলেন, বর্তমানে কুমিল্লাসহ সারাদেশে বিভিন্ন সমিতিতে কর্মরত প্রায় ১৫ হাজার মিটার রিডার ও ম্যাসেঞ্জার চুক্তি নবায়ন বাতিল ও চাকুরী হারানোর আতঙ্কে রয়েছেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূরণ করা না হলে তারা অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি পালন করবেন বলে ঘোষণা দেন।  
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top