'আওয়ামী লীগের নেতৃত্বেই দেশের সকল অর্জন’ : মোহাম্মদ নাসিম

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের সকল অর্জন আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। এখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। যে বিশ্বব্যাংক মিথ্যা অপবাদ দিয়ে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল, সেই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সম্প্রতি বাংলাদেশ সফরে এসে দেশের অগ্রগতি ও শেখ হাসিনার নেতৃত্বে ভূয়সী প্রশংসা করেছেন। 
 
শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদ, জাতীয় চার নেতা, একাত্তরেরর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে মোহাম্মদ নাসিম বলেন, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলছিলেন জাতি পিতা। কিন্তু পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর বাংলাদেশ নব্য পাকিস্তানে পরিণত হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জীবনের হুমকি সত্ত্বেও দেশে ফিরে দৃঢ়চিত্তে আওয়ামী লীগের হাল ধরেছিলেন। ১৯৯৬ সালে দলকে ক্ষমতায় এনে দেশকে স্বর্ণযুগে নিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বঙ্গবন্ধুর খুনীর বিচার হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার চলছে, ইতিমধ্যে ৬ জনের রায় কার্যকর হয়েছে।
 
মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগের এই অগ্রযাত্রা মানতে পারেনি বিএনপি-জামায়াত জোট। তারা ২০১৫ সালের শুরুতে আন্দোলনের নামে প্রায় সাড়ে তিন মাস দেশে ধ্বংসযজ্ঞ লীলা চালায়। নারী-পুরুষ-অন্তঃসত্ত্ব মহিলা কেউ তাদের আক্রমণের হাত থেকে রেহাই পায়নি। তিনি বলেন, এদেশে সন্ত্রাস-জঙ্গিবাদের কোন স্থান হবে না। সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই হোক সম্মেলনের অঙ্গিকার।
 
চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার জিং জিওজংয়ের সম্মানে শনিবার রাতে সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের সাম্যবাদী দল।  
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top