সেবা ডেস্ক: ‘যে ছিল স্বপ্নচারিণী’ শিরোনামের একটি একক নাটকে রোমান্টিক প্রেমের গল্প নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়ক রিয়াজ। রুবেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, লামিয়া মিমো ও মৌ খান। এছাড়া আরো অভিনয় করেছেন উর্মি, ডায়না, আরিফিন সোহাগ, মনির, সানজি প্রমুখ।
নাটক প্রসঙ্গে সুজন বড়ুয়া বলেন, ‘রিয়াজ ও মিমোর বাবা দুইজন বাল্য বন্ধু। তারা ছোটবেলায় রিয়াজ-মিমোর বিয়ে ঠিক করে রাখেন। রিয়াজ বাবার ব্যবসা ও মিমো নিজেদের কোম্পানি দেখাশুনা করেন।
অন্যদিকে দেশের বাইরে থাকে এমন একটি ছেলেকে ভালোবাসে মিমো। কিন্তু মিমো তার পরিবারকে ভালবাসার কথা বলতে সাহস পান না। তাই পরিকল্পনা করে রিয়াজের সঙ্গে প্রেম করানো জন্য মৌকে তার অফিসে চাকরি দেন। এক পর্যায়ে রিয়াজ-মৌয়ের মধ্যে প্রেমের সম্পর্কও গড়ে ওঠে। তারপরই ভিন্ন দিকে মোড় নেয় গল্পটি । আর এভাবেই এগিয়ে চলে নাটকের পরবর্তী কাহিনী।
অক্টোবরে রাজধানীর উত্তরা, ডিয়াবাড়িসহ বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।