সেবা ডেস্ক: সিরিজের প্রথম টেস্টে জিতে এগিয়ে আছে ইংলিশরা। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে মঙ্গলবার সকালেই ঢাকা পৌঁছেছে ইংল্যান্ড টেস্ট দল। ঢাকা এসেই বুধবার সকালে অনুশীলনে নেমে পড়ে অ্যালিস্টার কুকের দল। বুধবার সকালে দীর্ঘক্ষণ একাডেমি মাঠে ঘাম ঝড়ায় সফরকারীরা।
হাঁটুর ইনজুরির সঙ্গে লড়াই করা স্টিভেন ফিন বাড়তি সময় অনুশীলন করেছেন। এদিকে অনুশীলন শেষে ফুটবল খেলেছে ইংলিশ ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা।
প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও জয় চায় ইংল্যান্ড। আগামী শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।