টেস্টে র‌্যাংকিং তালিকায় সাব্বির, তামিমের উন্নতি

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  টেস্ট ব্যাটসম্যান র্যাাংকিংয়ের শীর্ষ ১০০তে স্থান পেলেন সাব্বির রহমান। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে অভিষেক টেস্টে ১৯ ও অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলে র‌্যাংকিং তালিকায় নাম উঠলো সাব্বিরের। ৯২তম স্থানে রয়েছেন তিনি।
 
এছাড়া বাংলাদেশিদের মধ্যে র‌্যাংকিং-এ সামান্য উন্নতি হয়েছে ওপেনার তামিম ইকবালের। দুই ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন তিনি।  চট্টগ্রাম টেস্টে ৭৮ ও ৯ রানের দু’টি ইনিংস খেলেন তামিম। র‌্যাংকিং-এর ২৬তম স্থানে থেকে খেলতে নেমে দু’ধাপ উপরে উঠেছেন তিনি। তামিম ও সাব্বিরের র‌্যাংকিং অবস্থান ভালো হলেও, বাংলাদেশের অন্যান্য টপ-অর্ডার ব্যাটসম্যানদের উন্নতি হয়নি।
 
চট্টগ্রাম টেস্টে শূন্য ও ২৭ রান করা মোমিনুল তিন ধাপ পিছিয়ে ২৭ নম্বরে নেমে গেছেন। ৩১ ও ২৪ রান করা সাকিব আল হাসান এক ধাপ পিছিয়ে ২৮ নম্বরে অবস্থান করছেন। এক ধাপ পিছিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমও। ৪৮ ও ৩৯ রান করেও ৪০তম স্থানে নেমে যেতে হয়েছে মুশফিকুর রহিমকে। দুই ধাপ পিছিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ অবস্থান করছেন ৪৯ নম্বরে। প্রথম টেস্টে ৩৮ ও ১৭ রান করেন রিয়াদ। তবে কোন উন্নতি বা অবনতি হয়নি ইমরুল কায়েসের। প্রথম টেস্টে ২১ ও ৪৩ রান করেছিলেন ইমরুল।
 
বাংলাদেশি ব্যাটসম্যানদের টেস্ট র‌্যাংকিং :
 
খেলোয়াড়
বর্তমান র‌্যাংকিং
 বর্তমান রেটিং
পূর্বের র‌্যাংকিং
তামিম ইকবাল 
২৪ 
৬২৮ 
২৬
মোমিনুল হক
২৭ 
৬১৫
২৩
সাকিব আল হাসান 
২৮
৬১৪ 
২৭
মুশফিকুর রহিম
৪০
৫৩৯
৩৯
মাহমুদুল্লাহ রিয়াদ 
৪৯ 
৫০২ 
৪৭
মরুল কায়েস 
৫৫ ৪৬০ ৫৫
নাসির হোসেন ৬১ ৪১৭ ৬১
সাব্বির রহমান ৯২৩০১ ---
লিটন দাস৯৭ ২৬৭৯৫
 
মোমিনুল হক ২৭ ৬১৫ ২৩
সাকিব আল হাসান ২৮ ৬১৪ ২৭
মুশফিকুর রহিম ৪০ ৫৩৯ ৩৯
মাহমুদুল্লাহ রিয়াদ ৪৯ ৫০২ ৪৭
ইমরুল কায়েস ৫৫ ৪৬০ ৫৫
নাসির হোসেন ৬১ ৪১৭ ৬১
সাব্বির রহমান ৯২ ৩০১ ---
লিটন দাস ৯৭ ২৬৭ ৯৫ 
সূত্র: ইত্তেফাক।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top