 সেবা ডেস্ক:  চলতি বছরের শুরুতে মাইকেল হাসির অবসরের সুবাদে সিডনি থান্ডার্সের নতুন অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন শেন ওয়াটসন।
সেবা ডেস্ক:  চলতি বছরের শুরুতে মাইকেল হাসির অবসরের সুবাদে সিডনি থান্ডার্সের নতুন অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন শেন ওয়াটসন। 
গত গ্রীষ্মে বিগ ব্যাশ লিগের শিরোপা প্রাপ্তিতে থান্ডার্সকে নেতৃত্ব দিয়েছিলেন হাসি। কিন্তু পরবর্তীতে দলের ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পালনকেই বেশি কার্যকরী হিসেবে বিবেচনা করে অধিনায়কের পদ থেকে সড়ে দাঁড়ান।
এদিকে মার্চে টি২০ বিশ্বকাপের পরে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ওয়াটসন। চলতি বছর শিরোপা ধরে রাখার লড়াইয়ে তিনি থান্ডার্সকে নেতৃত্ব দিবেন।
এ সম্পর্কে উচ্ছসিত ওয়াটসন বলেছেন, ‘সিডনি থান্ডার্সের অধিনায়ক মনোনীত হওয়ায় আমি দারুণ উচ্ছসিত। গত দুই বছর ধরে হাসি যা করেছে সেটা ধরে রাখা আমার সামনে বড় চ্যালেঞ্জ। হাসি যা করেছে সেটা করার জন্য নিজের সেরাটা দেবার চেষ্টা করবো। দীর্ঘদিন ধরে টি২০ ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকে এই ধরনের ফর্মেটে আমার নিজস্ব একটি ব্যক্তিত্ব ও স্টাইল গড়ে উঠেছে। হয়ত সেগুলো পরিবর্তন করা যাবে না। কিন্তু দলের প্রয়োজনে অবশ্যই নিজের চিন্তাধারা ব্যবহার করার চেষ্টা করবো।’