সেবা ডেস্ক: পাক জঙ্গি সংগঠনগুলোকে পিছন থেকে যে সেনাই মদত দিয়ে চলেছে, সে অভিযোগ ভারতের তরফে নতুন কিছু নয়। নওয়াজ শরিফ সরকার এই অভিযোগকে আমল দিতে না-চাইলেও, এবার কিন্তু একই অভিযোগ তুললেন সেদেশের সাবেক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে এ অভিযোগ করেন তিনি।
কোনও রাখঢাক না-করেই হিনা বলেন, সেনাশিবির হয়ে উঠেছে জঙ্গিদের আঁতুড়ঘর। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, পাকসেনারা জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে এমন অভিযোগই করেছেন সাবেক বিদেশমন্ত্রী। তার পরামর্শ, পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ার আগে পাকসেনার উচিত এই পথ থেকে সরে আসা।
পাক সরকারের উদ্দেশ্যে হিনা বলেন, নিজেদের ভুল স্বীকার করার সময় হয়েছে। জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া যে ভুল ছিল, তা মেনে নিয়ে সেনাকে শোধরানোর পরামর্শ দেন। প্রাক্তন বিদেশমন্ত্রীর কথায়, ভুল স্বীকার না-করলে, নিজেকে শোধরানো অসম্ভব।
সেনার বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলো জঙ্গিদের আশ্রয় দেওয়ার বিরোধিতা করা সত্ত্বেও পাক সেনার ভ্রুক্ষেপ নেই। উল্টো জঙ্গিদের হয়ে ব্যাট করে যাচ্ছে। বিশেষত, মুশারফের সময়ে এটা বেশি হয়েছে বলেই দাবি তাঁর।