স্পিনারদের নিয়ে বাড়তি পরিকল্পনা করছে ইংল্যান্ডে

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের স্পিনারদের দুর্দান্ত নৈপুণ্য দেখেছে সফরকারী ইংল্যান্ড। তাই দলের স্পিনারদের নিয়ে ঢাকা টেস্টের জন্য ছক কষছে ইংলিশরাও। চার স্পিনার নিয়ে খেলার পরিকল্পনা করছে তারা। এছাড়া ঢাকা টেস্টে টপ অর্ডার-ব্যাটসম্যানদের কাছে বড় ইনিংসের প্রত্যাশা করছেন ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিস। 
চট্টগ্রাম টেস্টের দু’ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। বাংলাদেশের স্পিনারদের সামনে অসহায় ছিলেন ইংলিশ ব্যাটসম্যানরা। দু’ইনিংসে ইংল্যান্ডের পতন হওয়া ২০ উইকেটের মধ্যে ১৮ উইকেটই নিয়েছেন বাংলাদেশের তিন স্পেশালিস্ট স্পিনার- মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। তাই চট্টগ্রাম টেস্টের স্মৃতি মাথায় রেখে ঢাকা টেস্টের জন্য নিজ দলের স্পিনারদের নিয়ে ছক কষছে ইংল্যান্ড শিবির।
ঢাকা টেস্টে চার স্পিনার খেলানোর পরিকল্পনা করছে ইংল্যান্ড। এমনই ইঙ্গিত দিলেন দলের কোচ বেলিস, ‘ঢাকা টেস্ট স্পিন বান্ধব উইকেট হলে এক পেসার বাদ দিয়ে চার স্পিনার খেলানো যেতেই পারে। এক্ষেত্রে রশিদ, ব্যাটি মঈন আলীর সঙ্গে জাফর আনসারি সুযোগ পেতে পারেন। তবে সবুজ উইকেট হলে বেশি পেসারও খেলতে পারে।’
স্পিনারদের দিয়ে ছক কষার পাশাপাশি দলের টপ-অর্ডার ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে আছেন বেইলিস। কারণ, চট্টগ্রাম টেস্টে পুরোই ব্যর্থ ইংলিশদের টপ-অর্ডার। অ্যালিষ্টার কুক, বেন ডাকেট, জো রুট ও গ্যারি ব্যালেন্স- এই চার ব্যাটসম্যান মিলে টেস্টে দুই ইনিংসে সর্বমোট ৯৬ রান করেছেন। তাই টপ-অর্ডাররা ঢাকা টেস্টে বড় ইনিংস খেলতে পারবে বলে প্রত্যাশা বেইলিসের, ‘নতুন বলে স্পিনারদের সামলানোটা টপ-অর্ডারের চার ব্যাটসম্যানদের জন্য কঠিনই বটে। স্পিন উপযোগী উইকেটে বল কখনো লাফিয়ে উঠছে, আবার কখনও নিচু হয়ে যাচ্ছে। চট্টগ্রামে যা দেখেছি আমরা। আশা করছি, ঢাকায় রানের দেখা পাবে তারা। এছাড়া আমার মনে হয় না টপ-অর্ডারের প্রথম ছয় ব্যাটসম্যানকে পরিবর্তনের কোন প্রয়োজন রয়েছে।’
বেইলিসের মত দলের পারফরমেন্স নিয়ে চিন্তিত ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইনও। তবে চট্টগ্রাম টেস্টের একাদশে থাকা টপ-অর্ডার ব্যাটসম্যানদের ওপর ভরসা রাখতে পারছেন না তিনি। তাই ঢাকা টেস্টে টপ-অর্ডারে জশ বাটলার ও তরুণ হাসিব হামিদকে দেখতে চান হুসেইন।
আর গতকাল তো ইংল্যান্ডের বর্তমান দল নিয়ে হতাশার সুরে কথা বলেছেন ইংল্যান্ডের আরেক সাবেক অধিনায়ক মাইকেল ভন। তিনি বলেছিলেন, ‘বাংলাদেশের মত এমন পারফরমেন্স থাকলে আসন্ন ভারত সফরে ৫-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারবে ইংল্যান্ড।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top