"বাঁশখালীতে চট্টগাম জেলা প্রশাসকের শুভাগমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত"

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষাণ কৃষাণী ভবনে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাজী মোহাম্মদ চাহেল তস্তরি'র সভাপতিত্বে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন -চট্টগ্রাম জেলার নবাগত জেলা প্রশাসক জনাব মোঃ সামশুল আলম। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মৌলানা জহিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান, বাঁশখালী। মোহাম্মদ বদরুল হক চৌধুরী , উপজেলা ভাইস-চেয়ারম্যান, জনাবা সাফিয়া বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা,বাঁশখালী; জনাব আলমগীর হোসেন, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ সহ সর্বস্তরের কর্মকর্তা বৃন্দ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের উদ্দেশ্যে এক সিনিয়র কৃষি কর্মকর্তা বাঁশখালীর বিভিন্ন সম্ভাবনার বিষয় নিয়ে বর্ণাঢ্য  প্রামাণ্যচিত্রের প্রেজেন্টেশন তুলে ধরেন। ৩৯০ বর্গ কিলোমিটার আয়তনের সমৃৃদ্ধ কৃষি উপযোগী ভূমি, সবুজে ঘেরা পাহাড়-পর্বত, সূ-দীর্ঘ সমুদ্রাঞ্চল, লবণ চাষের ক্ষেত্র, চা বাগান, ইকোপার্ক সহ সম্ভাবনাময় আগাম লিচু উৎপাদনের উর্বর ক্ষেত্র আমাদের বাঁশখালী। তিনি বলেন চট্টগ্রামের ১৪ টি উপজেলার মধ্যে বাঁশখালী একটি সমৃদ্ধ উপজেলা। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আমাদের উপজেলা। আমাদের রয়েছে সুন্দর অবকাঠামো। 

প্রধান অথিতি তাঁর বক্তব্যে বলেন-  আমাদের দেশ একটি অনেক সম্ভাবনাময় দেশ। এই সম্ভাবনাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে অদূর ভবিষ্যৎতে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারব। তিনি বলেন বাঁশখালীতে কৃষি বিভাগের প্রেজেন্টেশন দেখে আমার খুবই ভালো লেগেছে। কৃষিকে বাদ দিয়ে আমরা কোন দিনও আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবনা। বাঁশখালীতে একটি চা বাগান আছে তা আমার অজানা ছিলো। বাঁশখালীর সামগ্রিক পরিবেশ দেখে আমার খুব ভালো লেগেছে। তিনি বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে ছাত্র/ছাত্রীদের উদ্দ্যেশ্যে বলেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এগিয়ে আসব। দূর্নীতি মুক্ত দেশ গড়তে ছাত্র সমাজের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। আমার দৃঢ় বিশ্বাস বাঁশখালী সব উপজেলা থেকে সেরা একটি উপজেলা হিসাবে স্বীকৃতি লাভ করবে। আমি বাঁশখালীর সামগ্রীক উন্নয়নে সর্বাত্মক সহযোগীতা করবো।

পরিশেষে প্রধান অথিতিকে বাঁশখালী পৌরসভার কাউন্সিলরদের পক্ষে দেলোয়ার হোসাইন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বাঁশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top