সেবা ডেস্ক: রাজশাহীতে জালিয়াতির আশ্রয় নিয়ে প্রকাশিত প্রাথমিক বৃত্তির ফলাফল বাতিল করে অনতিবিলম্বে প্রকৃত ফলাফল প্রকাশ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত 'সুশিক্ষা আন্দোলন মঞ্চে'র ব্যানারে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। এতে সংগঠনের আহ্বায়ক ফারুক হোসেন, অভিভাবক আম্বিয়া খাতুন, মাসুদ রানা, মিঠুন আলী সরদার ও সাদ্দাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
ঘটনার সঙ্গে জড়িত জেলা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীর নামে শুধু বিভাগীয় মামলা নয়, তাদের ফৌজদারি কার্যবিধি আওতায় মামলা করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২২ জুন 'রাজশাহীতে পঞ্চম শ্রেণির বৃত্তির ফল জালিয়াতি' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর গত জুলাই মাসে রাজশাহীতে এসে বিষয়টি তদন্ত করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সাইফুল ইসলাম।
তিনি গত ১৭ জুলাই মহাপরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।