সিরিয় সরকারের অভিযানে আলেপ্পোয় ১৬ হাজার মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  আলেপ্পো থেকে বিদ্রোহীদের হটাতে সিরীয় সরকারের অভিযানে ১৬ হাজার বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আগামী কয়েকদিনে অভিযান আরো তীব্রতর হওয়ার মধ্যে আরো কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা করছে সংস্থাটি।

জাতিসংঘের মানবতা বিষয়ক প্রধান পরিদর্শক স্টিফেন ও ব্রায়েন বলেন, হাজারো মানুষের ভাগ্যের দুর্গতির বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন এবং পরিস্থিতিকে আশঙ্কাজনক বলে উল্লেখ করেছেন।
সিরীয় সেনাবাহিনী ও মিলিশিয়ারা বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর এক তৃতীয়াংশের পুনর্দখল করতে পেরেছে। সোমবার রাতে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সিরীয় বাহিনীর বিমান হামলায় ১৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস।

মঙ্গলবার বাব আল নাইরাবে নিহত হয়েছে ১০ জন।  
২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার আগে আলেপ্পো ছিল সিরিয়ার সবচেয়ে বড় শহর এবং এর বাণিজ্যিক কেন্দ্র। গত চার বছরে এর পূর্ব ও  পশ্চিম অংশের নিয়ন্ত্রণে রয়েছে যথাক্রমে সরকার ও বিদ্রোহীদের অধীনে। সম্প্রতি রাশিয়ান বিমান বাহিনী ও ইরান সমর্থিত শিয়া মিলিশিয়াদের সহায়তায় পুরো আলেপ্পোয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযানে নেমেছে সিরিয়া সরকার। বিবিসি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top