সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নীলক্ষিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সমগ্র উপজেলায় যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালীকরণের লক্ষ্যে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে এক নম্বর ওয়ার্ডের দড়্গিণ কুশলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের অন্যতম সদস্য ফরহাদ হোসেন পলাশ।
ইউনিয়ন যুবলীগের আহবায়ক এএম মিন্টুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ফরিদ আহমেদ , যুগ্ন আহবায়ক চাঁন মিয়া ।
এতে আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সদস্য শামীম খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল মমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান,
এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন , নারী নেত্রী সাবিরন বেগম।
সম্মেলনে ইউনিয়ন যুবলীগের সকল সদস্য সহ বিপুল সংখ্যক নেতা কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপসি'ত ছিলেন।
সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় কারও নাম ঘোষণা করা হয়নি।
এব্যাপারে উক্ত সম্মেলনের প্রধান অতিথি ফরহাদ হোসেন পলাশ জানান,
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও বাংলাদেশের উন্নয়নকে তরান্বিত করার লক্ষ্যে আমরা প্রতিটি ওয়ার্ড সম্মেলন শুরু করেছি।
২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে যুবলীগের ভূমিকা অত্যনত্ম গুরম্নত্বপূর্ণ থাকবে বলে যোগ করেন উপজেলা যুবলীগের এই নেতা।
এছাড়াও তিনি তার বক্তব্যে নেতাকর্মীদের জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ কর্তৃক উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে সাধারণ জনগণের মাঝে প্রচার-প্রচারণার জন্য আহবান জানান।
