গাজীপুরের বরখাস্তকৃত মেয়র মান্নানকে জেলগেটে গ্রেফতার না করার নির্দেশ

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  কারামুক্তির পর গাজীপুরের বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এমএ মান্নানকে জেল গেট হতে নতুন কোনো মামলায় গ্রেফতার না করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।
 
একইসঙ্গে জেল গেটে নতুন মামলায় গ্রেফতার দেখানো কেন বেআইনি ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করা হয়েছে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, গাজীপুরের ডিসি, পুলিশ সুপার এবং সকল থানার ওসিসহ সংশ্লিষ্ট বিবাদীদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
গত সপ্তাহে দুদকের করা মামলায় মান্নানকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখে আপিল বিভাগ। মুক্তি পাওয়ার পূর্ব মুহূর্তে তাকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখায় গাজীপুর পুলিশ। পরে এই গ্রেফতার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মান্নান। আবেদনের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোকলেসুর রহমান শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয় বলে জানান মান্নানের আরেক আইনজীবী মো. আবু হানিফ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top