নরসিংদীতে শ্রমিককে গলা কেটে হত্যার দায়ে ৬ জনের ফাঁসির আদেশ

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  নরসিংদীতে বরফকল শ্রমিক আইয়ুবকে (২৪) গলাকেটে হত্যার দায়ে ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- সুজন ওরফে বাঘা সুজন (৩৪), সোহাগ (৩০), সাদ্দাম (২৮), সমীর (৩২), এরশাদ (৩০), বিমল (২৩)। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। একই মামলায় হত্যাকাণ্ডের পর লাশ গুম করার দায়ে প্রত্যেককে ৩ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। 
 
মঙ্গলবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা সকলেই পলাতক ছিলেন। 
 
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, নরসিংদী জেলা শহরের মুসলেহ উদ্দিন সুপার মার্কেটে মো. কবির হোসেনের বরফকলে সুজন ওরফে বাঘা সুজন ওরফে টাইগার নামে এক যুবক চাকরি করতেন। কিন্তু সুজন বরফকলের মালিক মো. কবির হোসেনের কথাবার্তা ঠিকমত শুনতেন না বলে এক পর্যায়ে তার চাকরি চলে যায়। তার স্থলে নিয়োগ দেয়া হয় নিহত আইয়ূবকে। এই ঘটনার পর চাকরিচ্যুত সুজন ওরফে বাঘা সুজন আইয়ূবের প্রতি খুবই ক্ষিপ্ত হন। 
 
বিবরণে আরো জানা গেছে, তিনি সুকৌশলে আইয়ূবের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন। পরে ২০০৮ সালের ২৯ আগস্ট বিকেলে ফোন করে আইয়ুবকে অজ্ঞাত স্থানে ডেকে নিয়ে যান সুজন ও তার সঙ্গিরা। এরপর আইয়ুব আর বাড়িতে ফিরেননি। তার পিতা মো. আব্দুল হেকিম সরকার তাকে কোথাও খুঁজে পাননি। পরে মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আব্দুল হেকিম বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top