
এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করলো সফরকারী শ্রীলংকা। ম্যাচ জয়ের পথ আগের দিনই তৈরি করে রেখেছিলো শ্রীলংকা। ৯ উইকেটে ২৫৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে লংকানরা। ফলে ম্যাচ জয়ের জন্য ৪৯১ রানের টার্গেট পায় জিম্বাবুয়ে। সেই টার্গেটের পেছনে ছুটতে গিয়ে ৭ উইকেটে ১৮০ রান তুলে চতুর্থ দিন শেষ করে স্বাগতিকরা। ফলে টেস্ট জয়ের জন্য পঞ্চম ও শেষ দিনে শ্রীলংকার প্রয়োজন পড়ে ৩ উইকেট। আর জিম্বাবুয়ের দরকার পড়ে আরও ৩১১ রান।
পঞ্চম ও শেষ দিনে জিম্বাবুয়ের বাকী ৩ উইকেট তুলে নিতে মাত্র ১৩ ওভার খরচ করে শ্রীলংকা। আগের দিনই ৫ উইকেট নেয়া হেরাথ, জিম্বাবুয়ের বাকী ৩ উইকেটও শিকার করেন। ম্যাচে হেরাথের উইকেট শিকার গিয়ে দাড়ায় ১৩-তে। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন হেরাথ।
৬৫ রান দিন শুরু করা ক্রেইগ আরভিন থামেন ৭২ রানে। আর জিম্বাবুয়ের শেষ দুই ব্যাটসম্যান কাল মুম্বা ১ ও ক্রিস মোফু ২০ রানে ফিরেন। ১৬ রান নিয়ে অপরাজিত থাকেন ডোনাল্ড ত্রিপানো। ফলে ২৩৩ রানেই দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ম্যাচের সেরা হয়েছেন হেরাথ। আর সিরিজ সেরা হন শ্রীলংকার দিমুথ করুনারত্নে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে এবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলংকা। জিম্বাবুয়ের মাটিতে শ্রীলংকা ছাড়াও ত্রিদেশীয় সিরিজের আরেক দল ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্টে। প্রথম দিনই মাঠে নামবে শ্রীলংকা ও জিম্বাবুয়ে।