সেবা ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, মানবিক কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় ও চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার জেলার বড়লেখা থানার নবনির্মিত থানা ভবনের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে তিন এ কথা বলেন।
তিনি বলেন, নিপীড়ন ও নির্যাতনের কারণে রোহিঙ্গারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। মিয়ানমার পরিস্থিতি স্বাভাবিক হলে পালিয়ে আসা রোহিঙ্গাদের সে দেশে ফেরত পাঠানো হবে।
পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, সৈয়দা সায়রা মহসিন এমপি, আব্দুল মতিন এমপি, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান ও জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বাসস