উইসকনসিন, মিশিগান ও পেনসিলভানিয়ায় ভোট পুনঃগণনার দাবি

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পুনঃগণনার জন্য আবেদন জমা পড়েছে উইসকনসিন রাজ্যের নির্বাচন কমিশন অফিসে। এই রাজ্যে খুব কম ব্যবধানে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর সে কারণেই এই রাজ্যে ভোট পুনঃগণনার জন্য আবেদন করেছেন  গ্রিন পার্টির প্রেসিডেন্ট পদ প্রার্থী জিল স্টেইন।
 
জানা যায় জিল স্টেইন উইসকনসিন রাজ্যের পাশাপাশি মিশিগান ও পেনসিলভানিয়ায় ভোট পুনঃগণনার জন্যও আবেদন করবেন।
 
বিবিসি'র প্রতিবেদন অনুসারে উইসকনসিন রাজ্যের ভোট পুনঃগণনা করা নিয়ে ট্রাম্পের দুশ্চিন্তার কিছু নেই। এই রাজ্যে সে হেরে গেলেও মাত্র ১০টি ইলেক্টোরাল ভোট হারিয়ে ঠিকই প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থাকবেন তিনি। কিন্তু উইসকনসিন রাজ্যের পাশাপাশি মিশিগান (১৬ ইলেক্টোরাল ভোট) এবং পেনসিলভানিয়ায় ( ২০ ইলেক্টোরাল ভোট) ভোট পুনঃগণনা হলে এবং এই তিন রাজ্যে ট্রাম্প হেরে গেলে পুরো ভোটের চিত্র পাল্টে যাবে। কারণ তখন ট্রাম্পের ইলেক্টোরাল ভোটের সংখ্যা হবে ২৪৪টি। অন্যদিকে এই তিন রাজ্যে হিলারি জয় পেলে তারা ইলেক্টোরাল ভোট হবে ২৭৮টি। অর্থাৎ তখন নির্বাচনে ট্রাম্প হেরে যাবেন হিলারি ক্লিনটনের কাছে। বিবিসি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top