সাঁওতাল উচ্ছেদের ঘটনায় আরও একটি এজাহার দাখিল

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে সাঁওতাল উচ্ছেদের সময় হামলা লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার ২০ দিন পর শনিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় আরো একটি এজাহার দাখিল করা হয়েছে। 
 
সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির পক্ষে থমাস হেম্রম নামে এক সদস্য বাদী হয়ে এই এজাহার দাখিল করেছেন। 
 
এজাহারে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নান, সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল এবং কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রফিকসহ ৩৩ জনের উল্লেখ ও ৪-৫শ’জনকে আসামি করে এই এজাহার দাখিল করা হয়। পুলিশের পক্ষে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আল মো. নাজমুল আহমেদ এই এজাহার গ্রহণ করেন। 
 
উল্লেখ্য গত ৬ নভেম্বর সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ করা হয়। এ ঘটনা গত ১৭ নভেম্বর স্বপন মূরমু নামের আরো এক ব্যক্তি ৫/৬শ’ জনকে  আসামি করে মামলা দায়ের করেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top