শ্বশুরের ছুরিকাঘাতে জামাতার মৃত্যু

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  ময়মনসিংহ সদরের বোররচর ভাটিপাড়া গ্রামে শ্বশুর নূরা মিয়ার ছুরিকাঘাতে জামাতা হাবিবুর রহমান (৩৫) মারা গেছেন। 
 
শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর থেকে শ্বশুর নূরা মিয়া পলাতক রয়েছেন।
 
সদর থানার ওসি কামরুল হাসান জানান, জমি নিয়ে শ্বশুরের সঙ্গে প্রতিবেশী জামাতা হাবিবুর রহমানের বিরোধ চলছিল। শনিবার মাগরিবের নামাজের সময় কথা কাটাকাটির এক পর্যায়ে শ্বশুর নূরা মিয়া জামাতা হাবিবুর রহমানকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত হাবিবুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top