এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: অনেক জল্পনা-কল্পনা ও টানা-পোড়েনের পর অবশেষে জেলা পরিষদ নির্বাচনে শেরপুরে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের দু’দফায় নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পালের মনোনয়নে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। স্থানীয় সরকারের আওতায় বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধিদের মাঝেও সেই উচ্ছ্বাসের ঢেউ লেগেছে। ২৬ নভেম্বর শনিবার স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীদের সাথে কথা বলে এমন চিত্রই পাওয়া গেছে।
সুত্রে জানা যায়, নবগঠিত জেলা আওয়ামী লীগের নির্বাহী পরিষদের প্রথম সভায় সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপিকে এককভাবে প্রার্থী বাছাই করে ওই সিদ্ধান্তের কপি কেন্দ্রীয় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের কাছে পাঠানোর পরও এ জেলা থেকে বিদায়ী জেলা পরিষদ প্রশাসক এডভোকেট আব্দুল হালিমসহ দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ২৫ জন আবেদন জমা দেন। এরপর আবেদনকারীদের সরাসরি কোন সাক্ষাতের ব্যবস্থা ব্যতিরেকেই দলের বিভিন্ন বিভাগের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে প্রাপ্ত প্রতিবেদন এবং বিভিন্ন দায়িত্বশীল গোয়েন্দা সংসস্থার গোপন প্রতিবেদনের আলোকে শুক্রবার রাতে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের ওই সিদ্ধান্তে চেয়ারম্যান পদে মনোনয়ন চূড়ান্ত করা হয়।
এদিকে এই প্রথমবারের মতো জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে জেলা পরিষদ নির্বাচনে শেরপুরে চেয়ারম্যান পদে এডভোকেট চন্দন কুমার পালকে মনোনীত করায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিক এমপি। সেইসাথে তিনি দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীসহ সদস্য ও সংরক্ষিত সদস্যদের নির্বাচিত করতে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ দলীয় নেতা-কর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
