
উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আবদু রাজ্জাকের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা ছিলেন ওয়াশিকা আয়শা খান এমপি। সভায় স্বাগত বক্তব্য ও ঘোষণাপত্র পাঠ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও বিজয় মেলা পরিষদের মহাসচিব মো:খোরশেদ আলম। বিজয় মেলা পরিষদের প্রধান সমন্বয়কারী আবু ছৈয়দ চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএলএফ কমান্ডার মুক্তিযোদ্ধা ডা: আবু ইউসুফ চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট কামরুন নাহার, মুক্তিযোদ্ধা আজিজ উদ্দীন হায়দার, মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য,মুক্তিযোদ্ধা জয়হরি সিকদার, হিমাংশু বিমল ভট্টাচার্য, মহিউদ্দীন চৌধুরী খোকা, অধ্যাপক তাজুল ইসলাম, শাহাদাত ফারুক, অনুপম কুমার অভি। মুক্তিযুদ্ধের বিজয় মেলায় প্রধান অতিথি বলেন- ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে স্বাধীনতার শত্রুরা। এরপর গরীব মেহনতি মানুষের পরিবর্তে তাদের নিজের ভাগ্য পরিবর্তনে ব্যস্ত ছিল তারা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে বাঙালি জাতিকে স্বপ্ন দেখাতে শুরু করেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করেন। দেশে উন্নয়ন চলছে। ২০২১ সালের পূর্বেই মধ্যম আয়ের দেশ পরিণত হবে। ২০৪১ সালের মধ্যে বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত হবে। যুদ্ধাপরাধীর বিচার কার্যক্রম চলমান প্রক্রিয়া। স্বাধীনতার শক্র রাজাকারদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করছে এই সরকার।
