১৭.১২.১৬ শনিবার বিকাল ৪:০০ঘটিকায় টাংগাইলের মেইনরোডস্হ চন্দ্রিমা ফাষ্টফুডে, টাংগাইল জেলা ডিএসএমএফ গ্রীন এর উদ্যোগে মাসিক লিডার্স মিটিং এর আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আলিম আকন্দ, আহব্বায়ক ডিএসএমএফ গ্রীন টাংগাইল এবং সাংগাঠনিক বিষয়ে আলোচনা করেন বরুন কুমার চক্রবর্তি,শাহিনুর রহমান,আমিনুর রহমান,সহোযোগি প্রতিনিধি ডিএসএমএফ গ্রীন টাংগাইল,অনুষ্ঠান পরিচালনা করেন: মোহাম্মাদ সাইফুল ইসলাম,যুগ্ন-আহব্বাক ডিএসএমএফ গ্রীন টাংগাইল।এছাড়াও উপস্হিত ছিলেন:টাংগাইল সদর থানা আহব্বায়ক:আব্দুল বারি,সদস্য সচিব:রেজাউল ইসলাম সোহাগ, দেলদুয়ার থানা আহব্বায়ক: ডা: মো: শরিফুল ইসলাম,সদস্য সচিব:মো: ফজলুল হক।গোপালপুর থানা আহব্বায়ক: মো: আব্দুল হামিদ,সদস্য সচিব: মো: মজিবুর রহমান।কালিহাতি থানা আহব্বাক: বলরাম কর্মকার।বাসাইল থানা সদস্য সচিব মো: আব্দুল জলিল।মির্জাপুর থানা সদস্য সচিব: ডেন্টিস জয়নাল আবেদীন মিতুল। অনুষ্ঠানে ডেসটিনি ২০০০ লি: এর এমডি ড.মোহাম্মদ রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন সারের নি:শর্ত মুক্তির দাবি জানানো হয়।। ধন্যবাদান্তে : মোহাম্মদ সাইফুল ইসলাম,যুগ্ন-আহব্বাক,ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম( গ্রীণ) টাংগাইল।
