সেবা ডেস্ক: ‘সীমাহীন আস্থা’ এ স্লোগান নিয়ে ময়মনসিংহের খাগডহর এলাকায় সীমান্ত ব্যাংকের দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকালে সীমান্ত ব্যাংকের চেয়ারম্যান ও বর্ডার গার্ড বাংলাদেশ-এর মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন এ শাখার উদ্বোধন করেন।
এ সময় সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমান, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ডিআইজি চৌধূরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, বর্ডার গার্ড বাংলাদেশের ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল কাজী অনিরুদ্ধসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও বাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।