বলিউডের বড়পর্দায় আবারও ফিরছেন সঞ্জয় দত্ত

Unknown
সেবা ডেস্ক:  কারাভোগ শেষে অনেকদিন হলো অবসরেই কেটে গেছে সঞ্জুবাবার। অবশেষে বড়পর্দায় আবারও ফিরছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। উমাঙ্গ কুমারের ছবি 'ভূমি'-র হাত ধরে এবার লাইট, ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় ফিরছেন ৫৭ বছরের এ অভিনেতা।
 
বাবা-মেয়ের সম্পর্ক ঘিরে ছবির গল্প। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির লোগো। সবকিছু ঠিকঠাক থাকলে 'ভূমি' পাবে আগামী ২০১৭ সালের ৪ আগস্ট।
 
'মেরি কম' ও 'সর্বজিৎ'র পর 'ভূমি' উমাঙ্গের তৃতীয় ছবি। ফেব্রুয়ারিতে শুরু হবে সিনেমাটির শ্যুটিং। ছবির বেশিরভাগ কাজ হবে উত্তরপ্রদেশে হবে প্রতিবেদনে উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top