সরিষাবাড়ীতে আওয়ামীলীগ নেতার হাতে মেডিকেল সেন্টারের মালিক লাঞ্চিতের প্রতিবাদে ১০ ডায়গোনেষ্ট্রিক সেন্টার বন্ধ

G M Fatiul Hafiz Babu
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে মেডিকেল সেন্টারের মালিককে লাঞ্ছিত করেছে আওয়ামীলীগ নেতারা। লাঞ্চিতের প্রতিবাদে সকল ডায়গোনেষ্ট্রিক সেন্টার বন্ধ করেছে সরিষাবাড়ী ডায়গনেষ্ট্রিক মালিক সমিতি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী  ও লাঞ্চিতের সুত্রে জানা গেছে গত ১৬ ডিসেম্বর অধ্যক্ষ মোঃ আব্দুর রশীদ মোননয়ন ফোরাম আয়োজিত আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা থেকে আগত কন্ঠ শিল্পী সাথী’র কন্ঠে গান চলা কালে হট্রোগোল শুরু হয়। এতে আয়োজক কমিটির ভলান্টিয়ারগন ধানাটা মহল্লার মনি, সুজন, ইলিয়াসকে বেধড়ক পিটিয়ে আহত করে। এ ঘটনার জের ধরে শনিবার দুপুর ১২ টার দিকে সরিষাবাড়ী পৌরসভার মোড় এলাকায় আয়োজক কমিটির সদস্য সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক স্বপন মিয়াকে মারধর করে। এ ঘটনার খবর পেয়ে আয়োজক কমিটির সভাপতি উপজেলা আওয়ামীলগে’র সদস্য এ্যাড.শহীদুল্লাহ শহীদদে’র নেতৃত্বে কর্মী সর্মথক নিয়ে হাসপাতাল রোডে’র যমুনা মেডিকেল সেন্টারের মালিক তার প্রতিষ্ঠানের সামনে দাড়িয়ে থাকা গোলাম আব্বাস মৃদুলের উপর অর্তকিতভাবে হামলা করে। আঃলীগ নেতাকর্মীরা গোলাম আব্বাস মৃদুলকে শার্টের কলার ধরে টানা হেচড়া করে এবং তাকে কিল ঘুষি দিয়ে লাঞ্চিত করে। এ সময় মেডিকেল সেন্টারে সাটার নামিয়ে বন্ধ করে দেয়। এ সময় মেডিকেল সেন্টারের কর্মচারী লাল মিয়া, ফাতেমা, ময়না, নুরজাহান, জহুরুল আটকা পড়ে। এ ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খানের নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনেন। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্‌্েরর গেট বন্ধ করে দেয়া হয়। এতে সেবা নিতে আসা রোগীর আতংকিত হয় এবং তারা চিকিৎসা সেবা না নিয়ে আতংকে বাড়ী চলে যায়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনার সত্যতা স্বীকার করলেও যমুনা মেডিকেল সেন্টারের মালিক গোলাম আব্বাস মৃদুল কোন মন্তব্য করতে রাজী হননি।

সরিষাবাড়ী ডায়গনেষ্ট্রিক মালিক সমিতির সভাপতি মুসলিম উদ্দিন যমুনা মেডিকেল সেন্টারের মালিক গোলাম আব্বাস মৃদুলকে লাঞ্চিতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টা চলছে। আপাততঃ ক্লিনিক বন্ধ রাখা হয়েছে।

জানতে চাইলে উপজেলা আওয়ামীলীগে’র সদস্য এ্যাড.শহীদুল্লাহ শহীদ জানান, সাংস্কৃতিক অনুষ্ঠান চলা কালে মনি,সুজন,ইলিয়াসকে মারপিটের শিকার হলে আমি তাদেরকে নিয়ন্ত্রন করি। এর পরেও তারা ছাত্রলীগ নেতাকে পিটিয়েছে। যমুনা মেডিকেল সেন্টারের মালিক গোলাম আব্বাস মৃদুলকে আসলে কিছু করা হয়নি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top