ডেসটিনির মুক্তির দাবিতে ডিএসএমএফ গ্রীন চট্টগ্রাম মহানগর সাপ্তাহিক ০৫ তম বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত।

S M Ashraful Azom
জয়র্ধন পাল, চট্টগ্রাম: অদ্য ১৭-১২-২০১৬ইং শনিবার রাত: ০৭:৩০ মিনিট চট্টগ্রাম ডেসটিনির বিভাগীয় অফিস আগ্রাবাদ সিংগাপুর মার্কেটে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম- গ্রীন এর উদ্দ্যেগে ডেসটিনি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও এমডি ড: মো: রফিকুল আমিনের নির্শত মুক্তি সহ সকল সমস্যা সমাধানের দাবিতে চট্টগ্রাম মহানগর কমিটির সাপ্তাহিক ০৫ তম বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুরআন থেকে তেলোয়াত করেন আবু জাফর মিলন (পিএসডি)। ডিএসএমএফ গ্রীন বিভাগীয় সদস্য প্রনব বড়ুয়া এর সঞ্চালনায় ও ডিএসএমএফ গ্রীন বিভাগীয় যুগ্ন আহবায়ক মোহাম্মদ হারুন অর রশিদ (পিএসডি) সভাপতিত্ব উক্ত আলোচনা সভা শুরু করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, হাফেজ মো: শাখাওয়াত হোসেন মামুন, কেন্দ্রীয় সেন্ট্রাল মেম্বার, ডিএসএমএফ গ্রীন। 
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, ডিএসএমএফ গ্রীন সমন্বয় কমিটির যুগ্ন আহবায়ক রাজীব চক্রবর্তী, ডিএসএমএফ গ্রীন সমন্বয় কমিটি সদস্য সচিব লিটন দাশ এবং ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীনের চট্টগ্রাম  বিভাগীয় সদস্য বৃন্দরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডেসটিনি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও এমডি ড: মো: রফিকুল আমিনের নির্শত মু্ক্তির না হওয়া পর্য়ন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা কিছু ব্যক্তি স্বার্থন্বেষী মহল ষড়যন্ত্রের শিকার আমরা পূর্বেও বলেছি এখনও বলছি, ডেসটিনি শীর্ষ পরিচালকদের কাছে আমরা নিরাপদ, ডেসটিনিতে ভাল ছিলাম, ডেসটিনিতে আমাদের বিনিয়োগ নিরাপদ, আমরা ডেসটিনিতে কাজ করতে চাই। তিনি আরো বলেন, যারা মহানগরে দায়ীত্ব নিয়ে কাজ করছে আপনাদের শৃঙ্খলা ও সততা নিয়ে ডেসটিনির মুক্তির আন্দোলন চালিয়ে যান এবং সাপ্তাহিক কাজের ফলাফল ও কর্ম পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top