সেবা ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। অন্য কোন সরকারের সময় দেশে এতো উন্নয়ন কখনো হয়নি। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সরকারের হাতকে আরো শক্তিশালী করতে হবে আমাদের। সেজন্য সবাই একযোগে কাজ করতে হবে।
গতকাল শনিবার বিকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বৃত্তি নিতে আসা উপস্থিত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাজেদা চৌধুরী আরো বলেন, তোমাদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। তোমরা ভাল করে লেখা-পড়া কর আমার সহযোগিতা থাকবে তোমাদের জন্য। তোমরাই তো আমাদের ভবিষ্যৎ। তোমাদের নিয়েই আমাদের আগামীর পথ চলা।
উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংসদ উপনেতার জ্যেষ্ঠপুত্র নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোবাশ্বের হাসান। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান সোহাগ, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু প্রমুখ। অনুষ্ঠানে মোট ৬৬ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
