ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে স্যালু মেশিন জব্দ

S M Ashraful Azom
এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও মহারশী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬টি স্যালু মেশিন জব্দ করা হয়। ৩১ ডিসেম্বর শনিবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.জেড.এম শরীফ হোসেন।

সুত্রে জানা যায়, বিগত বেশ কিছুদিন যাবত কে বা কাহারা বনগাঁও মহারশী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ মেশিনগুলো জব্দ করলেও মেশিনের মালিকের কোন নাম পরিচয় পাওয়া যায়নি। অভিযান পরিচালনার সময় ঝিনাইগাতী থানার এসআই ইসমাইল হোসেন ও নলকুড়া গৌরীপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা উপসি'ত ছিলেন। পরে মেশিনগুলো জব্দ করে ঝিনাইগাতী ভূমি অফিসে জমা রাখা হয়।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার এ.জেড.এম শরীফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top