ডিএসএমএফ গ্রীন শাহপরান থানার উদ্যোগে ইউনিয়ন ভিত্তিক ২য় সাপ্তাহিক আলোচনা সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom
মো. রমজান আলী, সিলেট প্রতিনিধি: 
৩০-১২-২০১৬ রোজ শুক্রবার সন্ধ্যা ৭ টায় সিলেটের আম্বরখার পীরমহল্লায় ডেসটিনি'র ক্রেতা-পরিবেশক ও বিনিয়োগকারীদের সামাজিক আন্দোলনের সংগঠন এবং ডেসটিনি গ্রুপ এর অন্যতম সহযোগী প্রতিষ্ঠান ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন সিলেট জেলার শাহপরান থানা কমিটির উদ্যোগে আসছে নতুন বছরে ডেসটিনি'র চেয়ারম্যান ও এমডি'র নিঃর্শত মুক্তির দাবি সহ সকল ব্যাংক একাউন্ট দ্রুত খুলে দেওয়া, বসা করার পরিবেশ সৃষ্টি করতে আইনি ভাবে সহযোগীতা করা সহ প্রশাসন এর কাছে ডেসটিনি গ্রুপ এর হাজার হাজার কোটি টাকার সম্পদ জব্দ রেখে কোন রকম তদারকি না করায় ও অভিভাবকহীন হওয়ার কারণে স্থানীয় প্রভাবশালী কতিপয় মহল বিশেষ এর দ্বারা প্রকাশ্যে লুটপাট হয়ে ধীরে ধীরে নিঃশ্বেস হওয়া  ডেসটিনি'র ৪৫ লক্ষ ক্রেতা-পরিবেশক ও বিনিয়োগকারীদের বিনিয়োগ এ গড়া সম্পদ রক্ষায় তা ডেসটিনির বর্তমান দায়িত্ববান কর্তৃপক্ষের কাছে অবিলম্বে বুঝিয়ে দেওয়ার দাবীতে ২য় সাপ্তাহিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । 

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন কমিটির নির্বাহী সদস্য মো. আব্দুস সালাম সবুজ ও সঞ্জালনা করেন নিশাত চৌ. মামুন ।

সভায় প্রধান অতিথি ছিলেন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সদস্য সচিব  ও স্বল্প সময়ে বহুল আলোচিত অনলাইন পত্রিকা d2knews এর সিলেট প্রতিনিধি মি. রঞ্জিত কুমার তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম অর্থ সচিব ও দৈনিক ডেসটিনির শাহপরান থানা প্রতিনিধি মো. কামাল হোসেন।

এছাড়া ও শাহপরান থানা কমিটির সদস্য ও পীরমহল্লা এলাকার মো. হুমায়ুন কবির,  মো. হাবিব আহমেদ, মোছা. শিরীনা আক্তার সুমী, মো. মাসুক আহমেদ ও মো. সুমন আহমেদ উপস্থিত ছিলেন।

সবশেষে উপস্থিত ডিএসএমএফ গ্রীন সিলেট বিভাগীয় কমিটির প্রধান অতিথি,  বিশেষ অতিথি সহ সকলেই স্বতঃফুর্ত ভাবে উপস্হিত হয়ে প্রোগ্রাম কে সফল ও স্বার্থক করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করেন সভার সভাপতি ও শাহপরান থানা কমিটির নির্বাহী সদস্য মো. লিটন আহমেদ ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top