শনিবার থেকে সোমবার বৈশাখী টিভিতে চলছে ‌‘চাপাবাজ’

Unknown
সেবা ডেস্ক:  চাপাবাজ নাটকটি নির্মান করেছেন জনপ্রিয় নির্মাতা হাসান জাহাঙ্গীর। এ টি এম শামসুজ্জামানের প্রানবন্ত অভিনয়ের মাধ্যমে নাটকটিতে হাসি রসের মাধ্যমে তুলে আনা হয়েছে দুটি পরিবারের পারিবারিক দ্বন্দ্ব। এখানে একটি পরিবার এ টি এম শামসুজ্জামানের অন্যটি ড. এনামুল  হকের।
 
দুই পরিবারের সদস্যরা চাপাবাজির মাধ্যমে একে অপরকে সবসময় হেয় প্রতিপন্ন করে থাকে। নাটকটিতে দেখা যায় ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে বিয়ে করে নিয়ে এসেছেন বাবা। আবার চির প্রতিদ্বন্দ্বী দুই পরিবারের ছেলে মেয়েদের মাঝে শুরু হয় প্রেম।

এলাকার চেয়ারম্যান চাপাবাজ পরিবারের কারো সাথে প্রেমের অভিযোগে ডিভোর্স দেন তার এক বউকে। ঐ বউ আবার চাপাবাজদের সাথে মিলে শুরু করেন চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র।
 
কমেডি ঘরানার এ নাটকে আরো অভিনয় করেছেন চিত্র নায়িকা সুজাতা, ড. এনামুল হক, ফেরদৌসি লিনা ও শবনম পারভিন। তাছারা গুরুত্বপুর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা হাসান জাহাঙ্গীর।
 
নাটকটি দেখা যাবে সপ্তাহের শনি থেকে সোমবার, রাত ৯টা ২০মিনিটে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top