মুক্তির দুইদিনে বেফিকরের ২১ কোটি রুপি আয়

Unknown
সেবা ডেস্ক:  বক্স অফিসে এখন ইতিবাচক অবস্থানে আছে রনবীর সিং এবং বনি কাপুর অভিনীত 'বেফিকরে' ছবিটি। মুক্তির দুইদিনেই ২১ কোটি ৯৬ লাখ রুপি আয় করলো। ছবিটির প্রথমদিনের আয় ছিল ১০ কোটি ৩৬ লাখ।
 
৯ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত 'বেফিকরে' নিয়ে ভবিষ্যৎ বাণী করেছিলেন চলচ্চিত্র বিশেষজ্ঞ তরণ আদর্শ। তিনি বলেছিলেন, নিশ্চয় আদিত্য চোপড়া পরিচালিত এই ছবিটি অন্যতম ব্যবসা সফল হবে।
 
ছবিটির প্রোডাকশন ডিজাইনে ব্যয় হয়েছে ৫৫ কোটি রুপি আর প্রিন্ট ও বিজ্ঞাপনে-১৫ কোটি রুপি। হিসেব অনুযায়ী বুঝাই যাচ্ছে, তাকে আর থামায় কে? এখনো তো পুরো সিজন পড়ে আছে।
 
যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটি ভারতের ২১০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে। অন্যদিকে ভারতের বাইরে ৮০০ সিনেমা হলে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top