সেবা ডেস্ক: যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী পদে তেল ব্যবসায়ী রেক্স টিলারসনকে বেছে নিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সকালে মার্কিন সংবাদমাধ্যমগুলো একথা জানায়। এর আগে সোমবার সন্ধ্যায় টুইটারে ট্রাম্প বলেন, ‘মঙ্গলবার সকালে আমি যুক্তরাষ্ট্রের পররবর্তী পররাষ্ট্র মন্ত্রীর নাম ঘোষণা করবো।’
বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও এনবিসিসহ মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে টিলারসনকে বেছে নিয়েছেন ট্রাম্প। টিলারসন বহুজাতিক তেল কোম্পানি এক্সন মোবিলের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী।
যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্র মন্ত্রীর দৌড়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক পরিচালক ডেভিড পেট্রাউস, জাতিসংঘের সাবেক দূত জন বল্টন, সিনেটে পররাষ্ট্র সম্পর্ক বিভাগের চেয়ারম্যান বব ক্রোকার এবং ট্রাম্পের সমালোচক ও ম্যাসাচুয়েটসের সাবেক গভর্নর মিট রমনিসহ আট-নয় জন ছিলেন। রাশিয়ার সঙ্গে টিলারসনের ঘনিষ্ঠতার বিষয়টি আলোচনায় আছে। টিলারসন ২০১৩ সালে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিরোধিতা করেন এবং রাশিয়ায় এক্সন মোবিলের প্রকল্পের কারণে দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তাকে রাশিয়ার অর্ডার অব ফ্রেন্ডশিপ পুরস্কার দেন।
টিলারসনের প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘তিনি একজন ব্যবসায়ীর চেয়ে আরো অনেক কিছু।’
ট্রাম্প রোববার ফক্স নিউজকে বলেন, ‘আমি বোঝাতে চাচ্ছি, টিলারসন বিশ্বমানের একজন দক্ষ ক্রীড়নক। তিনি অনেক ক্রীড়নককে ভালভাবে চেনেন ও জানেন।’