সেবা ডেস্ক: ভারতের তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় ভারদাহের আঘাতে ১০ জন নিহত হন। সোমবার তামিলনাড়ুর উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানে।
মঙ্গলবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতিতে আঘাত এনে এখন দুর্বল হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ের কারণে প্রবল তালিনাড়ুর উপকূলীয় এলাকা ও পার্শ্ববর্তী অন্ধ্রপ্রদেশে প্রবল বৃষ্টিপাত হয়েছে। এতে অনেকে বাড়ি ঘর ছেড়ে চলে গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১২ ঘণ্টা প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার চেন্নাইয়ে আক্রান্ত এলাকাগুলোর অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
ঘূর্ণিঝড়ের আঘাতে দক্ষিণপূর্ব উপকূলের অনেক গাছ ও বিদ্যুৎলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে বহু মানুষকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।