চলতি বছর চায়ের উৎপাদন ৮০ মিলিয়ন কেজি ছাড়িয়ে

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, 'চলতি বছর চায়ের উৎপাদন ৮০ মিলিয়ন কেজি ছাড়িয়ে গেছে।  ২০২৫ সালের মধ্যে উৎপাদন ১৩০ মিলিয়ন কেজি করা সম্ভব হবে। '
 
তিনি বলেন, 'দেশের অভ্যন্তরীণ চাহিদা প্রায় ৭৮ মিলিয়ন কেজির বিপরীতে গতবছর প্রায় ৬৮ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে।' 
 
মন্ত্রী রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চা বোর্ড আয়োজিত 'বাংলাদেশ চা প্রদর্শনী-২০১৭' উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। 
 
বাংলাদেশের চা শিল্পের উন্নয়নে পথ নকশা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, 'সে মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ফলে চায়ের উৎপাদন এ বছর রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে।  ২০২১ সালের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে চা রপ্তানি বৃদ্ধি করতে পারবে।'
 
ঢাকায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের ২ নম্বর হলে (পুষ্পগুচ্ছ) আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি চা প্রদর্শনী চলবে জানিয়ে তিনি বলেন, 'চা প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের চা শিল্পের অবস্থান ও প্রকৃতি, বিভিন্ন ধরনের চা ও চা-এর সাথে সম্পর্কিত বিভিন্ন পণ্যের প্রসার, চা বাগানের নিজস্ব সংস্কৃতি ও কৃষ্টি, ব্লেন্ডার ও চা শিল্পের অংশীদারের মিলনস্থল এবং চা পর্যটন শিল্পের প্রচার দেশের মানুষ জানতে পারবেন।'

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top