এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৮ ডিসেম্বর রবিবার দুপুরে নকলা উপজেলা পরিষদের সামনে থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, বিশেষ অতিথি নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার ও দেওয়ান কহিনুর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনিম প্রমুখ উপসি'ত ছিলেন।
