সেবা ডেস্ক: আদিত্য রায় কাপুর-শ্রদ্ধা কাপুরের আশিকি টু’র জনপ্রিয়তা সবারই জানা। আবারো তারা হাজির হচ্ছেন ‘ওকে জানু’ সিনেমায়। গত ১১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘ওকে জানু’র ট্রেলার। প্রায় তিন মিনিটের এই ট্রেইলারে তাদের বেশকিছু অন্তরঙ্গ দৃশ্য দেখা গেছে।
সিনেমাটি নির্মাণ করছেন সাদ আলি। শ্রদ্ধা-আদিত্যর রসায়নে ট্রেইলারে দেখা যায়, আদিত্য ও শ্রদ্ধা জুটি হিসেবে লিভ টুগেদার করতে চায়, কোনো প্রকার প্রতিজ্ঞা ছাড়া। স্থাপত্যবিদ্যায় লেখাপড়া করতে প্যারিস যেতে চায় শ্রদ্ধা। অন্যদিকে মার্ক জাকারবার্গের সঙ্গে প্রতিযোগিতা করতে যুক্তরাষ্ট্রে যেতে চায় আদিত্য। তার আগে একসঙ্গে থাকতে চায় তারা।
‘ওকে জানু’ সিনেমাটি মনি রত্নম পরিচালিত ও কাদাল কানমানি সিনেমার রিমেক। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন এ. আর রহমান। আগামী ১৩ জানুয়ারি মুক্তি পাবে এটি।