সেবা ডেস্ক: অভিনেতা অপূর্ব ও মডেল অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর নতুন একটি ধারাবাহিকে জুটিবদ্ধ হলেন। নাট্যনির্মাতা সৈয়দ শাকিলের নির্দেশনায় ৫২ পর্বের ধারাবাহিক নাটক ‘সোনার শিকল’এ অভিনয় করছেন তারা।
সম্প্রতি রাজধানীর উত্তরায় কয়েকটি শুটিংহাউজে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। চলবে চলতি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। ধারাবাহিকটিতে অপূর্ব অভিনয় করছেন অর্ক চরিত্রে এবং উর্মিলা অভিনয় করছেন জুঁই চরিত্রে।
নাটকটির গল্প রচনায় শফিকুর রহমান শান্তনু । নির্মাতা সৈয়দ শাকিল জানিয়েছেন শিগগির ‘সোনার শিকল’ ধারাবাহিকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
বিভিন্ন চরিত্রে এখানে আরো দেখা যাবে আবুল হায়াত, সাবেরী আলম, শাহাদাৎ হোসেন, বাঁধন, ইরফান সাজ্জাদ, শবনম ফারিয়া, স্নিগ্ধা শ্রাবণ প্রমূখ।