সেবা ডেস্ক: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার প্রতিবাদে শনিবার সন্ধ্যার পরপরই উপজেলার প্রায় প্রত্যেকটি সড়ক অবরোধ করা হয়েছে। এলাকাবাসী বামনডাঙ্গা-নলডাঙ্গা সড়কের উত্তর শাহবাজ গ্রামের এমপি মোড়ে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করছে। এছাড়া সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা-রংপুর সড়কের বামনডাঙ্গা তিন রাস্তার মোড়ে, গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের বালারছিড়াসহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছে দলীয় লোকজন।
অপরদিকে সন্ধ্যা সাড়ে সাড়ে সাতটার দিকে তার মৃত্যুর খবর পেলে সুন্দরগঞ্জ, বামনডাঙ্গা, ডোমেরহাট, মীরবাগের হাটসহ উপজেলার সব হাট বাজার বন্ধ হয়ে যায়। এ ছাড়া গোবিন্দগঞ্জ উপজেলা শহরে মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়াও বেশ কয়েকটি দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কি কারণে তাকে গুলি করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মো. আশরাফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।