আগামীকাল পল্লী কবি জসীম উদদীনের ১১৪তম জন্মবার্ষিকী

Unknown
সেবা ডেস্ক:  আগামীকাল (রবিবার) পল্লী কবি জসীম উদদীনের ১১৪তম জন্মবার্ষিকী। বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে।
 
পল্লী কবির জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন এবং জসীম ফাউন্ডেশন যৌথভাবে তার পূর্বপুরুষের বাড়ি গোবিন্দপুরে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এখানে কবির সমাধিও রয়েছে।
 
সকালে বিভিন্ন সংগঠনের তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। পরে কবির বাড়িতে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
 
অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কবির জীবন ও কর্ম নিয়ে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া প্রধান অতিথি, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও সদর উপজেলা চেয়ারম্যান খ. মোহেতাসেম হোসেন বদর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়েছে। -বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top