৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের সমাবেশে বক্তব্য দেবেন খালেদা জিয়া

Unknown
সেবা ডেস্ক:  রবিবার ১লা জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৯ সালের ১ জানুয়ারি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী ছাত্রদল গঠন করেন। প্রতিষ্ঠার পর ’৮০-র দশকে দেশের বহু শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংসদে ছিল ছাত্রদলের প্রাধান্য। তবে নেতৃত্বের দুর্বলতা আর নানা প্রতিকূলতার কারণে সেই অবস্থা আর নেই। এখন নিয়মিত কমিটি হচ্ছেনা দলটির। প্রায় দুই মাস আগে বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নেতা-কর্মীরাও চান দ্রুত নতুন কমিটি গঠনের পাশাপাশি বর্তমান ছাত্র ও ত্যাগীদের মূল্যায়ন। সর্বশেষ ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজিব আহসানকে সভাপতি ও মো. আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ১৫৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। সে সময় পূর্ণাঙ্গ কমিটি গঠনে ছয় মাস সময় দেওয়া হলেও দেড় বছরে তা পূর্ণাঙ্গ রূপ পায়নি। এরপর চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ৭৩৪ জনকে নিয়ে ওই কমিটি পূর্ণাঙ্গ করা হয়। নতুন নেতৃত্বের জন্য সংগঠনটির নেতা-কর্মীরা ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন। 
 
এদিকে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। রবিবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলা ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ছাত্র সমাবেশে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়া।
 
এছাড়া শনিবার ৩১ ডিসেম্বর রাত ১২টা ১মিনিটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠবার্ষিকীর উদ্বোধন করা হবে। রবিবার নয়াপল্টনস্থ কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ২ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায় জিয়উর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, থানা কলেজ ও পৌরসভা ইউনিটে ছাত্রদলের উদ্যগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top