প্রধান শিক্ষক পদে নিয়োগ পরিক্ষা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ধাওয়া পাল্টা ধাওয়া আবারো স্থগিত

S M Ashraful Azom
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল মেহমানশাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পরিক্ষাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার আগেই বিদ্যালয় মাঠে চরম উত্তেজনা ছড়িয়ে পরলে ডিজির প্রতিনিধি পরিক্ষা স্থগিত ঘোষনা করেছেন। জানাগেছে- শনিবার বেলা ২ টার দিকে ধুবিল মেহমানশাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পরিক্ষার প্রস্তুুতি চলছিল। কিন্তুু বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ধুবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনি মাস্টার তার আপন ভগ্নিপতিকে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রব্বানীকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া পাকাপোক্ত করে। এই বিষয়টি অন্যান্য প্রার্থীসহ এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পরলে প্রার্থীদের লোকজনসহ এলাকার প্রতিষ্ঠান দরদী ব্যক্তিরা ওই বিদ্যালয়ের
ম্যানেজিং কমিটির সভাপতিসহ নিয়োগ কমিটির সদস্যদের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ তোলে। একপর্যায়ে নিয়োগ  পরিক্ষা বাতিলের দাবিতে এলাকার উত্তেজিত জনতা বিক্ষোভ মিছিল শুরু করে এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় কর্তব্যরত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রে আনার চেষ্টা করে। কিন্ত ক্রমান্বয়ে পরিস্থিতি আরও মারাত্বক আকার ধারন করে। ফলে অবস্থা বেগতিক দেখে ডিজির প্রতিনিধি এস এম আল হালিম আজাদী ও রায়গঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন নিয়োগ পরিক্ষা স্থগিত ঘোষনা করেন। 
এব্যাপারে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top