"শেখেরখীল গুইল্যাখালী সূর্যতরুণ একতা সংঘের উদ্যোগে আলোচনা সভা ও শিক্ষাসামগ্রী বিতরণ"

S M Ashraful Azom
শিব্বির আহমদ রানা, বাঁশখালী, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার অন্তর্গত শেখেরখীল গুইল্যাখালী সূর্যতরুণ একতা সংঘের উদ্যোগে গত শুক্রবার বিকাল ৪টায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্টিত হয়।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- সসমাজ সেবক ও শিক্ষানুরাগী জনাব, মো. শাকের উল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব শিব্বির আহমদ রানা। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- মো. নুরুল আলম, মো. হারুন রশিদ, মো. আবু সাইয়্যেদ, মো. কামরুল ইসলাম।

সূর্যতরুণ একতা সংঘের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. মোরশেদুল হক ফাহিম, মো. কাউচার, মো. খোরশেদুল হক, মো. নেজাম উদ্দীন, গোলাম মোস্তাফা, মুজিবুর রহমান, সাহাব উদ্দীন, মো. সাহেদ, আবুল বশর, মো. আরিফুল ইসলাম, মো. আব্দুল্লাহ সহ প্রমুখ।

প্রধান আলোচক তার বক্তব্যে বলেন- মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন খুবই একটা গর্বের বিষয়। জাতীর জন্য  এ সকল তরুণ সমাজের যতেষ্ট প্রয়োজন। সমুদ্র উপকুলের এতদাঞ্চলের মানুষের জীবন ও জিবীকার একমাত্র নির্ভরযোগ্য আয়ের উৎস হচ্ছে লবণের মাঠ ও সমু্দ্র। সমুদ্রে মৎস্য আহরণ করতে যাওয়া  ২০১৪ সালে শেখেরখীলের এই গুইল্যাখালী এলাকার জেলেদের মধ্যে ৩১জন জেলে জলদস্যুদের হাতে নির্মম ভাবে নিহত হয়। আমি তাদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করছি। আজকের তরুণ সমাজকে বলবো আপনারা সে সব অসহায় পরিবারের পাশে থাকুন, খোজ নিন, তাদের ছেলে মেয়েদের পড়ালেখার কি অবস্থা তা জেনে সহায়তার হাত বাড়াবেন। এলাকার লোকদেরকে সচেতন করা আপনাদের একান্ত দায়ীত্ব। যৌতুক প্রথা, বাল্য বিবাহ, নিরক্ষরতার মতো অভিশাপ কে না বলুন এবং তাদের কে সচেতন করুন। আপনারা ছেলেমেয়েদের কে নিয়মিত বিদ্যালয়ে পাঠান। শিক্ষার কোন বিকল্প নাই। অাজকের তরুন সমাজ আগামী জাতীর জন্য হাল ধরবে এই প্রত্যাশা রাখি। মহান বিজয় দিবসে যারা বুকের তাজা রক্ত ঢেলে স্বাধিন একটি রাষ্ট্র উপহার দিয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। 

এতে আরো বক্তব্য রাখেন- মো. হারুন রশিদ, মোস্তাফা কামাল, মুজিবুল হক, আব্দুল্লাহ, আবু সাইয়্যেদ, মোরশেদুল হক ফাহিম। 
অনুষ্টান সঞ্চালনায় ছিলেন সূর্যতরুণ একতা সংঘের সিনিয়র সদস্য জনাব, মো. খোরশেদুল হক। অনুষ্টানের সভাপতিত্ব করেন সমাজ সেবক ও শিক্ষানুরাগী জনাব, মো. মহিউদ্দীন আলম মামুন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top