শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কুচনীপাড়া হতে কুরুয়া সড়কে সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে চামপালী বেগম (৫৭) নামে এক নারী নিহত হয়েছেন।
১৩ ডিসেম্বর মঙ্গলবার বিকালে সিএনজি দিয়ে শেরপুর যাওয়ার পথে এ ঘটনা ঘটে। নিহত চামপালী বেগম কুচনীপাড়া গ্রামের মৃত- আক্তার হোসেনের মেয়ে।
নিহতের বড় ভাই কামাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চামপালী বেগম বাড়ী থেকে সিএনজি দিয়ে শেরপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে মাল ভর্তি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলির চাপায় সিএনজির যাত্রী চামপালী বেগম গুরুত্বর আহত হয়।
পরে আশপাশের লোকজন তাকে ঘটনাস'ল থেকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
