লক্ষ্মীপুরে ১০ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

Unknown
নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ 
লক্ষ্মীপুরে ১০ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে  শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন তিনি।

পরে  উদ্বোধনী আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, পৌর মেয়র আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান,  সহকারি পুলিশ সুপার (সার্কেল) খন্দকার গোলাম শাহ্নেওয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আব্দুলল্যা আল মামুন,  আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: তাহের, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল প্রমুখ।  

বক্তারা মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের অবদান নিয়ে আলোকপাত করেন। এদিকে মেলায় রকমারি পণ্যের সমাহারে অর্ধশতাধিক স্টল বসেছে। আগামী শুক্রবার শেষ হবে এ মেলা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top