এস মাহমুদুল হাসান ঃ বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ সীমান্তবর্তী রামরামপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে । এসময় দুই জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে বগারচর ইউনিয়নের সীমান্তবর্তী রামরামপুর গ্রামে এ অভিযান চালায় ।
বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন অন্যান্য অফিসারদের সঙ্গে নিয়ে শুক্রবার বিকালে রামরামপুর গ্রামের লিয়াকত হোসেনের বাড়িতে অভিযান চালায়।
অভিযানে ওই বাড়ি থেকে ৭৮ বোতল ফেনসিডিল, ৩০ গ্রাম হিরোইন, ৫০০ গ্রাম হিরোইন ও ১০০ পিস ইয়াবা পাওয়া যায়।
এসময় বাড়ির মালিক লিয়াকত হোসেন (৬০) ও তার ছেলে আল আমিন (২৮) কে আটক করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের আগামিকাল শনিবার কোর্টে পাঠানো হবে।