
গতকাল শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যালটের মাধ্যমে সভাপতি পদে ভোটাধিকার প্রয়োগ করেন এই সম্প্রদায়ের ভোটারগণ।
নির্বাচনে সভাপতি পদে শ্রী ভুট্টো (বিষ্ণু) ও শ্রী মানিক রবিদাস প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে শ্রী ভুট্টো (বিষ্ণু) ১৯৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শ্রী মানিক রবিদাস পান ৭৯ ভোট।
এই প্রথম বারের মত রবিদাস সম্প্রদায়ের মাঝে গণতান্ত্রিক উপায়ে তারা এই নির্বাচনে ২৭৫ জন ভোটার সভাপতি পদে ভোট প্রদান করেন।
উপজেলা যুব উন্নয়ন দপ্তরের সুপারভাইজার হাবিবুর রহমান রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
নির্বাচনে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও মেরুরচর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ , বকশীগঞ্জ থানার এএসআই আবুল হাসান সার্বিক সহযোগিতা করেন।
এর আগে সাধারণ সম্পাদক পদে শ্রী লাল বাহাদুর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।